অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
এদিন বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
আরও পড়ুন বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন ঈদ কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি সারছেন এনসিপি নেতারারোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার (৩১ মার্চ) অথবা পরদিন মঙ্গলবার (১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদ কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
এমইউ/বিএ/এএসএম