ঈদুল ফিতরের কেনাকাটাকে কেন্দ্র করে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আজও ক্রেতা সাধারণের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলছেন, চাঁদ রাতেও এমন ভিড় থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হতে পারে।
রোববার (৩০ মার্চ) দুপুরে সরেজমিনে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, দেশি-বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি অন্য দোকানগুলোতেও হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় পোশাকের দোকানগুলোতে।
তবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকে আগেভাগে গ্রামে চলে যাওয়ায় গত কয়েক দিনের তুলনায় ক্রেতা উপস্থিতি কিছুটা কম।
আরও পড়ুন
শপিংমলের দ্বিতীয় তলায় অবস্থিত দেশীয় পোশাক ব্র্যান্ড ইজির শোরুমের বিক্রয় প্রতিনিধি শাকিল জাগো নিউজকে বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ ভিড় একটু কম। কারণ, অনেকে গ্রামে চলে গেছে।
পাশেই রাইস শোরুমেও একই চিত্র দেখা যায়। সেখানে কেনাকাটা করতে আসা দোলা নামের এক তরুণী বলেন, বাবার জন্য একটা পাঞ্জাবি কিনতে এসেছি। শেষ দিকে বেশি অফার পাওয়া যায়, তাই আসা।
‘এবছর রমজানে নিত্যপণ্যের বাজার অনেকটাই স্থিতিশীল ছিল। ঈদযাত্রায়ও ভোগান্তি নেই বললেই চলে। সব মিলিয়ে আমরা খুব খুশি’- বলছিলেন শপিংমলে ঘুরতে আসা আজাহার নামের একজন দর্শনার্থী।
আরও পড়ুন
সেখানকার আসাদ নামের একজন ব্যবসায়ী বলেন, এবার সেল কিছুটা কম। তবে সব মিলিয়ে ভালোই চলছে। আশা করি, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
এসআরএস/এমকেআর/জেআইএম