পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বগুড়ার তিন উপজেলার ১৯টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ তিনটি উপজেলায় ১৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এছাড়াও তিন উপজেলার ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮২ সংরক্ষিত নারী সদস্য পদে ২২০ এবং সাধারণ সদস্য পদে ৫৭৯ জন প্রার্থীসহ ৮৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে কাহালু উপজেলার উপজেলার ৮টি, দুপচাঁচিয়ার পাঁচটি ও আদমদিঘির ৬টি ইউনিয়ন রয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই মধ্যে নির্বাচনী এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, কাহালু উপজেলার ৮টি ইউনিয়নে ৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫০টি, দুপচাঁচিয়ার পাঁচটি ইউপির ৪৫টি কেন্দ্রের মধ্যে ২১টি ও আদমদিঘির ৬টি ইউনিয়নের ৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তিন উপজেলায় ৯৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, বুধবার থেকে নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো শুরু হয়েছে। ১৯টি ইউপির নির্বাচনে ৮৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এআরএ/পিআর