পাবনায় পুকুরে ডুবে কাওসার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পার চিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাওসার উপজেলার পার চিথুলিয়া গ্রামের চাদু মির্জার ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল কাওসার। দুপুর ১২টার দিকে কাওসার বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পাননি। প্রায় দুই ঘণ্টা পর পুকুরে কাওসারের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।
কাওসারের চাচা মামুন বলেন, ঈদ আনন্দের মাঝে বাচ্চাটির মৃত্যুতে পরিবারসহ প্রতিবেশীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে কাওসারের এমন মৃত্যু কেউ মানতে পারছেন না।
আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/এমএস