বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বিমসটেক সম্মেলন/ ড. ইউনূস ছাড়াও কার কার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মোদীরথাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৪ এপ্রিল প্রথমবারের মতো বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা সংস্থা ইউএনবি’কে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা।
ভারতে নতুন অভিবাসন বিল পাস, বিদেশিদের জন্য কঠোর নিয়মভারতের পার্লামেন্টে অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত নতুন বিল চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বুধবার (২ এপ্রিল) রাজ্যসভায় অনুমোদন পায় এটি। এর আগে, গত ২৮ মার্চ লোকসভায় পাস হয়েছিল বিলটি। এখন এটি ভারতীয় রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, তিনি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে এটি।
মিয়ানমারে রেড ক্রসের বহরে জান্তার গুলি, ত্রাণ না দিয়েই ফিরে গেলো গাড়িমিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া চীনা রেড ক্রসের একটি গাড়িবহরে গুলি চালিয়েছে জান্তা বাহিনী। ফলে ত্রাণ না দিয়েই ফিরে যেতে হয়েছে বহরটিকে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মিয়ানমারের সামরিক সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
মিয়ানমার/ ভূমিকম্পের ৪ দিন পার, নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা প্রায় শেষমিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজারে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, তা এখনো বলা যাচ্ছে না। ভূমিকম্পের চারদিন পার হয়ে যাওয়ায় নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা অনেকটাই ফিকে হয়ে এসেছে।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০০। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৪০০ জনে পৌঁছালো।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ জাপানে চাকরি ছাড়ার প্রবণতা বাড়ছে কেন?জাপানে করপোরেট চাকরির ঐতিহ্যগত ধারা বদলে যাচ্ছে। একসময় যেখানে কর্মীরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর একটি প্রতিষ্ঠানে যোগ দিয়ে সেখানেই পুরো জীবন কাটিয়ে দিতেন, সেখানে এখন চাকরি পরিবর্তনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ভারতে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ২১ভারতের গুজরাটের বনাসকণ্ঠ জেলায় একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। এছাড়া ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন বলে জানা গেছে।
চীন-ভারত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া উচিত: শি জিনপিংচীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে জানিয়েছেন, চীন ও ভারতের সম্পর্ক আরও দৃঢ় হওয়া উচিত। সেই সঙ্গে এই সম্পর্ক ‘ড্রাগন- হাতির ট্যাঙ্গো নৃত্যের’ মতো হওয়া উচিত, যেখানে উভয় দেশ একসঙ্গে তাল মিলিয়ে চলবে।
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলিজম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার (১ এপ্রিল) নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী হামলা চালালে তারা সংযত পালটা জবাব দেয়।
বাংলাদেশে ‘অস্থিরতা’ তৈরির হুমকি ত্রিপুরার নেতারত্রিপুরার রাজপরিবারের সদস্য ও তিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা করেছেন। এমনকি, তিনি এই বক্তব্যকে ‘ভারতের জন্য প্রত্যক্ষ হুমকি’ বলে উল্লেখ করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ও কৌশলগতভাবে দৃঢ় প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন।
কেএএ/এমএস