দেশজুড়ে

শেরপুরে বাংলাদেশ ব্যাংকের ভুয়া কর্মকর্তা গ্রেফতার

শেরপুরে ফরহাদ মাহমুদ (৩০) নামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক পরিচয় দেয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যমুনা ব্যাংক শেরপুর শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরহাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর হাজানী গ্রামের মৃত ফয়জুল্লার ছেলে। যমুনা ব্যাংক শেরপুর শাখা ব্যবস্থাপক মো. আবুল কালাম জানান, বাংলাদেশের ব্যাংকের কর্মকর্তার পরিচয় দিয়ে গত দুইদিন ধরে ওই ব্যক্তি ব্যাংকে এসে নানা ধরনের কাগজ-পত্র ঘাটাঘাটি, বিভিন্ন বিষয়ে জানার চেষ্টাসহ ব্যাংকের অভ্যন্তরের চিত্র মোবাইলে ধারণ করে। এক পর্যায়ে তাকে নিয়ে আমাদের সন্দেহ হলে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নেই। পরে ওই নামে কোনো কর্মকর্তা নেই বলে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের নিশ্চিত করা হলে আমরা পুলিশে খবর দেই। পরে শেরপুর সদর থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে। শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ওই ব্যক্তি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানের ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের কাগজপত্রের ভুলের ভয়-ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।হাকিম বাবুল/এআরএ/পিআর