দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিজিবি তাদের আটক করে। হিলি সীমান্তের কামালগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা একইভাবে এক মাস আগে ভারতে গিয়েছিলেন।আটকরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসরুল গ্রামের মৃত মথুরা মন্ডলের ছেলে জীবন মন্ডল (৩৫) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত উদ্ধব লালের ছেলে মতি লাল মন্ডল (৫০)।বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জাগো নিউজকে জানান, আটকদেরকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।এমদাদুল হক মিলন/এফএ/এমএস