মানসম্মত শিক্ষার অভাবে দেশের গ্র্যাজুয়েটরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, মানসম্মত শিক্ষার অভাবে আমাদের দেশের গ্র্যাজুয়েটরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। এ সমস্যা নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাসে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নগর কার্যালয়ে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন ডিগ্রির ফলাফলে ‘নম্বর আটকা’ বাণিজ্য, পুনর্মূল্যায়নে গলাকাটা ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ কমছে না: উপাচার্যঅধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা চুক্তিসই এ পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম।
জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়টি সরকারের আইসিটি বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) সই করতে যাচ্ছে। সে উপলক্ষে এ প্রস্তুতি মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইসিটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএএইচ/এমআরএম/জিকেএস