দেশজুড়ে

শেরপুরে মামলা তুলে নিতে আ.লীগ নেতাদের চাপ

ভুল চিকিৎসার দায়ে গ্রেফতার চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে সরকারদলীয় নেতারা নানা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও ভিকটিম।শুক্রবার বেলা ১১টায় শেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।এসময় বাদী ও ভিকটিমের স্বামী মো. সোলয়মান মিয়া বলেন, হুইপ আতিক ও আওয়ামী লীগ নেতারা আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এমনকি নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমরা ডা. শরিফুলের বিচার চাই। সে আমার স্ত্রীর অঙ্গহানী করে তাকে প্রতিবন্ধী করে দিয়েছে। আমি তার উপযুক্ত সাজা চাই।  তবে এ ব্যাপারে হুইপ আতিউর রহমান আতিকের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, এ ঘটনায় বাদীপক্ষ ও আসামি পক্ষ উভয়ে আমার কাছে আসলে আমি চিকিৎসা খরচবাবদ ৮ লক্ষ টাকায় আপস করে দেয়ার কথা বলেছি। কিন্তু বাদী পক্ষ তা না মেনে আমার প্রতি এ ধরণের অভিযোগ তুলছে। যা সত্য নয়। তাদের হুমকি ধামকি দেয়ার প্রশ্নই উঠেনা।এদিকে শেরপুরে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেফতারকৃত চিকিৎসক ডা. শরীফুল ইসলামের মুক্তির দাবিতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শেরপুর জেলা শাখার আহ্বানে এ চিকিৎসক ধর্মঘটের ফলে জেলার চিকিৎসকদের সকল প্রকার প্রাইভেট প্র্যাকটিস ও চেম্বার বন্ধ রয়েছে। এতে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর ভুল চিকিৎসায় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনীপাড়া গ্রামের এক গৃহবধূর স্তন কেটে ফেলার অভিযোগে ডা. শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূর স্বামী। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ গত ২০ মে শুক্রবার শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়গনস্টিক সেন্টার থেকে ডা. শরীফুল ইসলামকে গ্রেফতার করে। ডা. শরীফুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের একজন পরামর্শক সার্জন। বর্তমানে তিনি জেলা কারাগারে আটক রয়েছেন।হাকিম বাবুল/এফএ/এবিএস