রাজনীতি

সোমবার দেশে ফিরবেন ‍মির্জা ফখরুল

সহধর্মিণী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ এপ্রিল) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আরও পড়ুন

আশা করি ড. ইউনূস কথা রাখবেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন তারেক রহমানের বিকল্প নাই: হাবিব

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষায় বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণীর সবগুলো রিপোর্ট ভালো। মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগমের অবস্থা ভালো। তিনি সুস্থ ও ভালো আছেন।

এর আগে, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

কেএইচ/কেএসআর/এমএস