আন্তর্জাতিক

ইসরায়েলে ফের হুথিদের ড্রোন হামলা

ইসরায়েলে ফের ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে জর্ডানের একটি সামরিক সূত্র জানিয়েছে যে, সেখানে আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইরান-সমর্থিত হুথিরা বিদ্রোহীরা এসব হামলা চালানোর দাবি করেছে। খবর এএফপির।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডে আসা একটি ইউএভি (ড্রোন) প্রতিহত করেছে আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী)। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে বেশিরভাগ হামলাই ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই বাধাগ্রস্ত করা হয়েছে।

হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের করেই এসব হামলা চালিয়ে আসছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে, তারা তেল আবিবের দক্ষিণে অধিকৃত জাফা এলাকায় দুটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে দুটি ড্রোন উৎক্ষেপণ করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, হুথিরা নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে আশ্বস্ত করে যে, তারা তাদের সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা পিছু হটবে না এবং লড়াই থামবে না।

আরও পড়ুন: ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ফের হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত ৯

হুথিদের পাশাপাশি ইরানপন্থী আরেকটি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার পেছনে থাকার দাবি করেছে।

টিটিএন