রাজধানীর শাহবাগে হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বারডেম হাসপাতালের সামনে থেকে তারা মিছিলটি বের করে। পরে মিছিলটি শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশের বাঁধার মুখে তা পন্ড হয়ে যায়।এ সময় মিছিলে ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, করিম সরকার, শাহ নাসির উদ্দিন রুম্মন, শফিকুল ইসলাম শফিক ও ছাত্রদল নেতা রিপন তালুকদার, আকতার, মাইনুল ইসলাম, বাসার, কাজী রওনকুল ইসলাম শ্রাবন, রোকন, খােকন, লিংকন মামুন, রাজু, সম্রাট, রিপন, রিয়াদ ইকবাল, ইজাজ, মেহেদী, জাহাঙ্গীর, সাঈদ, পুলক, সোহেল রানা, জনি, আমান, মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।