লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতাধিক ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে ২ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন মুন্নাসহ ৮ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী শামছুল ইসলাম বাবুল পাটওয়ারীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শনিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন।এদিকে, উপজেলার তেওয়ারীগঞ্জ, উত্তর জয়পুর, কুশাখালী, হাজিরপাড়াসহ কয়েকটি ইউনিয়নে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তার, আ.লীগ প্রার্থীর ব্যালটে প্রকাশ্যে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় জাল ভোট দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।তেওয়ারীগঞ্জ, উত্তর জয়পুর, কুশাখালী ও হাজিরপাড়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর এজেন্টরা নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারছেন। ভোটারদের হাতে দুটি ব্যালট পেপার দেয়া হয়। অন্যদিকে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ-র্যা ব ও বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদরের ১২টি ইউনিয়নের শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। কাজল কায়েস/এফএ/পিআর