বিনোদন

৩ দিনে ৪ প্রদর্শনী নিয়ে আসছে তাড়ুয়া

৩ দিনে ৪ প্রদর্শনী নিয়ে আসছে তাড়ুয়া

দেশের বেশ আলোচিত নাট্যদল ‘তাড়ুয়া’। ২০১৮ সালে তারা যাত্রা করে ‘লেট মি আউট’ নাটক দিয়ে। তারপর এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। এবার আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে এই নাট্যদল।

Advertisement

নতুন নাটকের নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনায় আছেন বাকার বকুল।

আসছে ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে টানা ৩ দিনে ৪টি প্রদর্শনী হবে নাটকটির।

নাটকের গল্পে দেখা যাবে, দেশের জন্য শিক্ষার্থীদের জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন শিক্ষক কান্টারেক। জন্মভূমির জন্য জীবন দেওয়ার চেয়ে মহত্তম কিছু নেই—এই চেতনায় উজ্জীবিত হয় শিক্ষার্থীরা। কিন্তু পল বাউমার ভালোবাসে প্রজাপতি, হতে চায় লেখক। কেমোরিখ হতে চায় ফরেস্ট অফিসার। বেন, মুলার ও আলবার্টেরও রয়েছে নিজেকে নিয়ে ভিন্ন ভিন্ন ভবিষ্যৎ স্বপ্ন। প্রতিকূল এই যুদ্ধপরিস্থিতিতে সব স্বপ্ন বিসর্জন দেওয়া পাঁচ বন্ধুর শরীরে ও চিন্তায় ঘোরে যুদ্ধের রোমান্টিসিজম। প্রশিক্ষণ শেষে কণ্ঠে দেশাত্মবোধক গান নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয় সবাই। কল্পনায় ভাবা যুদ্ধ বাস্তবে মেলে না। নৃশংস আর হিংস্রতায় ব্যক্তি এখানে মৃত্যুর জন্য তৈরি হওয়া শুধুই এক টুকরো মাংসপিণ্ড। একসময় সৈনিকদের মধ্যে প্রশ্ন ওঠে, যুদ্ধটা আসলে কেন বাধে, কারা বাধিয়ে রাখে। প্রতিপক্ষ দেশের কেউ তো তাদের ক্ষতি করেনি, তাহলে দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া এই যুদ্ধ আসলে কাদের স্বার্থে।

Advertisement

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য প্রমুখ।

২৩ এপ্রিল শিল্পকলার মূল হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়নের পর একই স্থানে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টা এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।

এলআইএ/এমএস

Advertisement