দেশজুড়ে

মধ্যরাতে পুড়ে ছাই বিএনপি কার্যালয়সহ ৫ দোকান

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রাত ২টার দিকে স্থানীয় বিএনপির কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দুটি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশক দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিএনপির কার্যালয়সহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, কীভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত চলছে।

আসাদুজ্জামান মিরাজ/এমএন/এমএস