দেশজুড়ে

‘আমরা তো দোষ করিনি, আমাদের কেন দুর্ভোগ পোহাতে হচ্ছে’

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে রেলপথ অবরোধের ফলে খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় ঈশ্বরদী জংশন স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ও চিলাহাটগামী রূপসা এক্সপ্রেসের শত শত যাত্রী ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। ট্রেন সাড়ে ৩ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা বিলম্বে চলছে।

এর মধ্যে চিত্রা এক্সপ্রেস ট্রেন সাড়ে ৩ ঘণ্টা, খুলনা-ঈশ্বরদী-চিলাহাটি রুটে চলাচলকারী রূপসা এক্সপ্রেস ৫ ঘণ্টা, ঢাকা-ঈশ্বরদী বাইপাস-দিনাজপুর রুটে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ৫ ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

ঈশ্বরদী জংশন স্টেশনে অপেক্ষমাণ যাত্রী পাবনার কাশিনাথপুর এলাকার এহসানুল হক রাতুল জাগো নিউজকে জানান, পলিটেকনিকের ছাত্রদের আন্দোলনে রেলপথ অবরোধের ফলে আমার গন্তব্য যাওয়ার ট্রেন প্রায় সাড়ে ৩ ঘণ্টা দেরিতে স্টেশনে আসবে। শুধু আমি একাই নই আমার মতো শত শত যাত্রীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারের কাছে আমাদের অনুরোধ ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীর দাবি-দাওয়া থাকতেই পারে সেজন্য যেন তারা রেলপথ বা সড়কপথ অবরোধ না করে। আন্দোলনের ফলে আমাদের মতো সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। আমরা তো কোনো দোষ করিনি। তবে কেন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে?

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ঢাকাগামী যাত্রী তিথি বলেন, চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী স্টেশনে আসার কথা ছিল দুপুর ১টা ২৫ মিনিটে। এখন শুনছি ট্রেন প্রায় ৪ ঘণ্টা দেরিতে আসবে। ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকাগামী যাত্রী শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্টেশনে এসে শুনছি চিত্রা ট্রেন সাড়ে তিন ঘণ্টা দেরিতে আসবে। যাত্রীরা স্টেশনে তিন-চার ঘণ্টা বসে দুর্ভোগ পোহাচ্ছে।

সান্তাহারগামী ট্রেন যাত্রী আরমান হোসেন বলেন, শুনেছি কোথায় আন্দোলন হচ্ছে। এজন্য সব ট্রেন লেটে চলছে। রূপসা ট্রেন এখান থেকে ছাড়ার কথা ছিল বেলা ১১টা ২০ মিনিটে, এখন শুনছি এ ট্রেন বিকেল ৪টা ২০ মিনিটে ছাড়বে।

ঈশ্বরদী জংশন স্টেশনের মতো একই অবস্থা ঈশ্বরদী বাইপাস স্টেশনের যাত্রীদের। ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে দুপুর ২টা ২৬ মিনিটে যাত্রাবিরতির কথা থাকলেও এ ট্রেন এখন পর্যন্ত দিনাজপুর স্টেশন থেকে ছাড়েনি। ফলে যাত্রীদের কমপক্ষে স্টেশনে ৫ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

ঈশ্বরদী বাইপাস স্টেশনমাস্টার মারফিন হাসান জাগো নিউজকে বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কোনো খবর নেই। এ ট্রেন ঈশ্বরদী স্টেশন আসার কথা ছিল দুপুর ২টা ২৬ মিনিটে। সম্ভবত এ ট্রেনের যাত্রীদের ৪-৫ ঘণ্টা স্টেশনে অপেক্ষা করতে হবে।

ঈশ্বরদী স্টেশন সুপারিনটেনটেন্ট মনিরুজ্জামান মনির জাগো নিউজকে বলেন, দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিকের ছাত্ররা রেলপথ অবরোধ করেছেন। ফলে চিত্রা, রূপসা, দ্রুতযানসহ বিভিন্ন ট্রেন বিলম্বে চলাচল করছে। বিলম্বের কারণে কোনো যাত্রী যদি যাত্রা বাতিল চান, তাহলে কাউন্টারে টিকিট ফেরত দিয়ে তার নির্ধারিত মূল্য গ্রহণ করতে পারবে।

শেখ মহসীন/জেডএইচ/জেআইএম