আইন-আদালত

কাঠগড়ার সামনে থাকা পুলিশ সদস্যের কাঁধে হাত রেখে কামরুলের খোশগল্প

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক মুগদা থানার এক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।

এদিন সকাল ১০টার দিকে কামরুল ইসলামকে কড়া পুলিশি প্রহরায় আদালতে উপস্থিত করা হয়। এরপর তাকেসহ অন্য হেভিওয়েট আসামিদের আদালতের কাঠগড়ায় রাখা হয়। এসময় সালমান এফ রহমানের সঙ্গে গল্প করতে দেখা যায় কামরুল ইসলামকে।

আরও পড়ুন ৮০০ কোটি টাকা লোপাট: সালমান এফ রহমানসহ ৩০ জনের নামে মামলা  বাইরের চেয়ে ভেতরেই ভালো আছি: শাজাহান খান 

একপর্যায়ে সকাল ১০টা ১৮ মিনিটের দিকে কাঠগড়ার সামনে থাকা এক পুলিশ সদস্যের কাঁধে হাত রেখে খোশগল্প শুরু করেন কামরুল ইসলাম। পরে পাশে থাকা আরেক পুলিশ কর্মকর্তার সঙ্গেও হাসতে হাসতে আলাপ করতে দেখা যায় তাকে।

এরপর কামরুল ইসলামকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মুগদা থানার এক মামলায় তাকে গ্রেফতার দেখান বিচারক।

গত ১৮ নভেম্বর রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে বিভিন্ন মামলায় রিমান্ড ভোগ করেন তিনি। বর্তমানের কামরুল ইসলাম কারাগারে আটক আছেন।

এমআইএন/কেএসআর/জিকেএস