দেশজুড়ে

লালমনিরহাট জজকোর্টে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

সম্প্রতি লালমনিরহাট জজকোর্টে বিভিন্ন পদে আত্মীয়-স্বজনসহ অর্থের বিনিময়ে স্বৈরাচারের দোসরদের চাকরিতে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জেলার মিশন মোড়ে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশ হয়।

সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপনসহ বক্তারা বলেন, চলতি বছরের মার্চ মাসে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্য ব্যক্তি ও আওয়ামী লীগের লোকদের জজকোর্টের অফিস সহায়ক ও জারিকারকসহ ২৪টি পদে নিয়োগ দেওয়া হয়। অবিলম্বে এ নিয়োগ বাতিলের দাবি জানাই।

এ সময় বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের সদস্য একেএম মমিনুল হক, আফজাল হোসেন, অ্যাডভোকেট ময়েজ উদ্দিনসহ অন্যান্যরা।

জেডএইচ/জিকেএস