জাতীয়

কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আয়োজিত আর্থনা সামিটের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আরও পড়ুন কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা আর্থনা সামিটে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

চারদিনের সফরে সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কাতার পৌঁছান তিনি।

সফরকালে আজ আর্থনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

এমইউ/ইএ/এএসএম