রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। এছাড়া পল্টনে হরতাল সমর্থকদের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।হরতালে নয়াপল্টনে সাধারণ মানুষের আনাগোনা কম। গণপরিবহন চলাচলও তেমন দেখা যায়নি। এ সব এলাকায় পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।