পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, স্বাস্থ্য খাতকে বাণিজ্যিকরণের চেয়ে সেবামুখী করা দরকার। বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা অনেক উন্নতি লাভ করলেও ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সুবিধায় অনেকটাই পিছিয়ে রয়েছে। রোববার দুপুরে নোয়াখালী মাইজদী শহরের হাসপাতাল রোডে নবনির্মিত রয়্যাল হাসপাতাল (ইউনিট-২) এর সেবা কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। জেলায় হৃদরোগ ইনস্টিটিউট, ক্যান্সার ইনিস্টিটিউট, আইসিইউ ইত্যাদি সরকারি কিংবা বেসরকারি কোনো সুবিধা এখনো প্রতিষ্ঠিত হয়নি। স্থানীয় বেসরকারি হাসপাতালগুলোকে এই সব ক্ষেত্রে ও রোগী সেবার ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হবার অনুরোধ জানানোর পাশাপাশি নোয়াখালীবাসীর পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকেও বিশেষভাবে অনুরোধ করবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসএ টিভি ও এসএ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. সিহাব উদ্দিন (শাহীন), জেলা বিএমএ সভাপতি ডা. এম এ নোমান, হাসপাতালের উপদেষ্টা মোবারক হোসেন আজাদ প্রমুখ।মিজানুর রহমান/এআরএ/পিআর