বিনোদন

পুতুলের দ্বিতীয় অধ্যায়

ক্লোজআপ তারকা পুতুলের একক অ্যালবাম `পুতুলগান দ্বিতীয় অধ্যায়` প্রকাশ পাচ্ছে সোমবার। অ্যালবামটি প্রকাশ করেছে সিডি চয়েস। এটি পুতুলের ক্যারিয়ারের চতুর্থ একক অ্যালবাম। এর সবগুলো মৌলিক গানের কথা, সুর-সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। পুতুল বলেন, অনেক দিন ধরে অ্যালবামটি প্রকাশের অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ প্রকাশ হলো। নতুন বছর উপলক্ষে ভক্তদের অ্যালবামটি উপহার দিলাম। আমার কথা, সুর-সঙ্গীতে এটি দ্বিতীয় অ্যালবাম। এর আগে `পুতুলগান` শীর্ষক অ্যালবামটির কথা, সুর-সঙ্গীত আমি নিজেই করেছিলাম। তাই এবারের অ্যালবামটির নামের শেষে `দ্বিতীয় অধ্যায়` কথাটি যুক্ত করেছি। শ্রোতাদের কথা মাথায় রেখেই এর গানগুলো তৈরি করা হয়েছে। আশা করি, সবার কাছে গানগুলো ভালো লাগবে।১৩টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। এর মধ্যে `না-হাঁটা পথ` গানটি দুই ভার্সনে রাখা হয়েছে। এছাড়া এতে `প্রোষিতভর্তৃকার বিলাপ` শিরোনামে নোয়াখালির আঞ্চলিক ভাষায় এবং `দ্য পাথ নট` শিরোনামে একটি ইংরেজি গান রাখা হয়েছে। বাকি গানগুলোর শিরোনাম হচ্ছে, `রঙ্গমঞ্চের পুঁথি`, `মায়ের ছোট্ট পুতুল`, `সবুজ মনে খরা`, `তোর সাথে সুর বাঁধতে গিয়ে`, `বিয়ের গান`, `মনের আবহাওয়া`, `ফুল-বেঁচা মেয়ে`, `ঘুমের সাথে আড়ি` ও `গম্ভীরা ৭১`। ইতোমধ্যেই পুতুল বিভিন্ন মঞ্চে এ গানগুলো পরিবেশন করে আসছেন। এগুলো নিয়ে শ্রোতামহলে বেশ সাড়াও পেয়েছেন তিনি। পুতুল আরো বলেন, এবারের অ্যালবামটি কিছুটা সময় নিয়ে তৈরি করা হয়েছে। ইতোমধ্যেই আমি নতুন অ্যালবামের গানগুলো বিভিন্ন মঞ্চে পরিবেশন করেছি। ভক্ত-শ্রোতারাও গানগুলো দারুণ পছন্দ করেছেন।উল্লেখ্য, পুতুলের প্রকাশিত অন্যান্য অ্যালবামগুলো হচ্ছে, `সন্ধ্যাবাড়ির বারান্দায়` (২০০৮), `মাটির পুতুল` (২০১০) এবং `পুতুল গান` (২০১২)।