দেশজুড়ে

লক্ষ্মীপুরের সেই চেয়ারম্যান প্রার্থী মুন্না কারাগারে

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সেই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মুন্নাকে রোববার কারাগারে পাঠানো হয়েছে।এর আগে শনিবার ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে বেলা ১২টার দিকে চরচামিতা এলাকা থেকে তাকে পুলিশ আটক করে বলে সাংবাদিকদের জানায় তার পরিবার। তবে ওই দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত মুন্না নামে কাউকে আটক করা হয়নি বলে পরিবার ও সাংবাদিকের জানায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এদিকে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাজিরপাড়া ইউছুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং পুলিশে ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় মুন্নাসহ ১৪ জনের নাম উল্লেখ ও ২০ থেকে ৩০ জনকে আসামি করে থানার এসআই গোলাম হাক্কানী বাদী হয়ে মামলা করেন।চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কাউসার জানায়, চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মুন্নাকে শনিবার রাত ৮টার দিকে আটক করা হয়। তিনি হাজিরপাড়া ইউনিয়নের ইউছুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।মুন্নার ছোট ভাই ফিরোজ আলম জানান, শনিবার বেলা ১২টার দিকে চরচামিতা থেকে তার ভাই মুন্নাকে আটক করার পর রাত ৮টা পর্যন্ত থানা পুলিশ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা তা অস্বীকার করেন। পরে রাত ৯টার দিকে তারা আটকের বিষয়টি নিশ্চিত হন। কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যে মামলায় তাকে আসামি করা হয়েছে, সে ঘটনায় তিনি জড়িত নয়। আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরাই ওই ঘটনায় জড়িত ছিলেন।উল্লেখ্য, নিজাম উদ্দিন মুন্না জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচনে অংশ নেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট চলাকালে ইউছুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার সময় মুন্না বাধা দেয়। এসময় মুন্নাকে পিটিয়ে আহত করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়লে তিনজন গুলিবিদ্ধ হন। কাজল কায়েস/এআরএ/পিআর