রাজনীতি

হরতাল সমর্থনে ছাত্রদলের মিছিল

২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ঝটিকা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।ঢাবি ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী সোমবার সকাল সোয়া ৯টার দিকে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করে। মিছিলটি শহীদুল্লাহ হলের সামনে পৌঁছলে পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলটি পিছু হটে। এ সময় তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. রাসেল, শফিকুল ইসলাম, ঢাবি ছাত্রনেতা আবুল বাশার সিদ্দিকী, রোকনুজ্জামান রোকন, লিংকন আকরাম, রিজভী আহম্মেদ, নিজামুদ্দিন রিপন, নাজমুল, সোহেল প্রমুখ।