রাজনীতি

বৈঠকে বিএনপি-ন্যাপ

বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠকে বসেছে ন্যাপ ভাসানী। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা ২৫ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ন্যাপ ভাসানীর সভাপতির দায়িত্বে থাকা অ্যাডভোকেট আজহারুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

আরও পড়ুন আন্দোলন নয়, সংলাপেই সমাধানের পথ খুঁজছে বিএনপি

বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের লিয়াঁজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

কেএইচ/ইএ/এএসএম