দেশজুড়ে

শালনগর ইউপির নির্বাচন স্থগিত

সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নড়াইলের লোহাগড়ার শালনগর ইউপি নির্বাচন হচ্ছে না। রোববার বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা লোহাগড়া নির্বাচন অফিসে এসে পৌঁছায়। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা, কোটাকোল, লাহুড়িয়া, নলদী, লোহাগড়া, নোয়াগ্রাম ও শালনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফশিল ঘোষণার পর শালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাবু মিয়া সীমানা সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে হাইকোর্টে একটি মামলা করেন। শুনানি শেষে হাইকোর্ট ঘোষিত তফশিল অনুযায়ী ৪ জুন অনুষ্ঠেয় নির্বাচন বন্ধের আদেশ দেন। রোববার বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা লোহাগড়া নির্বাচন অফিসে এসে পৌঁছায়। লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার শামীম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে, নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থী ও ভোটাররা হতাশা প্রকাশ করেছেন। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা জানান, বর্তমান চেয়ারম্যান লাবু মিয়া ভুয়া কাগজপত্র তৈরি করে আরো কিছুদিন ক্ষমতায় থাকার চেষ্টা করছেন।আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাঁন তসরম্নল ইসলাম জানান, তৃণমূলের কোনো ভোট না পেয়ে আলফাডাঙ্গার থানার কিছু ভোটার শালনগর ইউনিয়নে আসতে চায় এই মর্মে ভুয়া কাগজপত্র তৈরি করে বর্তমান চেয়ারম্যান লাবু মিয়া এই অন্যায় কাজটি করেছেন।এ বিষয়ে জানার জন্য বর্তমান চেয়ারম্যান লাবু মিয়াকে একাধিকবার ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। হাফিজুল নিলু/এসএস/এমএস