ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, রোববার মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে মো. ওবায়দুলের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
আরও পড়ুনঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত এক মাসের ব্যবধানে মোহাম্মদপুরে একই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ফের গুলিঅধ্যাপক পরওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতীয় বিএসএফ ঠান্ডা মাথায় বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করে চলেছে। গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ১৬ জন বাংলাদেশিকে হত্যা করেছে এবং ৪৮ জনকে আহত করেছে। বাংলাদেশ সরকার প্রতিবাদ জানালেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ভারতের এই ধরনের একগুঁয়েমির কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে না। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।
এসময় তিনি বাংলাদেশ সরকারের প্রতি সীমান্ত হত্যা বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানান।
এএএম/কেএসআর