স্থানীয় সব শিল্পের সব ধরনের প্রতিবন্ধকতা নিরসনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কাজ করছে। এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
শনিবার (৩ মে) সকালে বিসিআই বোর্ডরুমে ম্যানুফ্যাকচারিং সমস্যাসমূহ নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন।
বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, বিসিআই দেশে নতুন উদ্যোক্তা, মাইক্রো ও স্মল শিল্প উদ্যোক্তা সৃষ্টি এবং উন্নয়নে কাজ করে চলেছে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু ইকোনমি, চামড়াজাত পণ্য খাতের উন্নয়নে কাজ করছে। এছাড়াও স্থানীয় সব শিল্পের সব ধরনের প্রতিবন্ধকতা নিরসনে বিসিআই কাজ করে চলেছে।
তিনি বলেন, আজকের এ সভায় বিভিন্ন সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখানে ঋণ ব্যবস্থা, পরিবেশ সার্টিফিকেশন, নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির প্রতিবন্ধকতা, মূসক ও কর ব্যবস্থাপনা, সার্টিফিকেশন, বাজার ব্যবস্থাপনা, প্রতিযোগিতা আইনের বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
বিসিআই সভাপতি আরও বলেন, সরকারের সঙ্গে আলোচনার পূর্বে খাতভিত্তিক সমস্যাসমূহ সংশ্লিষ্ট খাতের নেতৃবৃন্দকে নিয়ে চূড়ান্ত করা হবে এবং আলোচনার সময়ও তাদের প্রতিনিধিদলে রাখা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএম/এমএইচআর/জেআইএম