সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে ২০ দল।নগরীর চৌহাট্টা থেকে সোমবার সকাল সোয়া ৯টায় ডা. শাহরিয়ার হোসেনকে আটক করে এসএমপির কেতোয়ালি থানা পুলিশ। একই সময় তার সঙ্গে থাকা সুমন চক্রবর্তী ও জুয়েল আহমদ নামের দুই ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, বিএনপি আহ্বায়কসহ তিনজনকে নাশকতার আশঙ্কায় আটক করা হয়েছে।