সোমবার সকাল থেকে টুইটার ব্যবহার করতে গিয়ে থমকে যাচ্ছেন অনেকেই। লগ ইন করার চেষ্টা করলেই একটি বিবৃতি ফুটে উঠছে স্ক্রিনে। যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই এই সমস্যা বলে জানানো হয়েছে। দুই বাক্যে সমস্যার কথা জানিয়েছে টুইটার। ইঞ্জিনিয়াররা এই সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানানো হয়েছে। অনেকেই এদিন সকালে ঢুকতে পারেননি টুইটারে। এছাড়া টুইটারে ঢোকার পরও আরও নানা সমস্যা হচ্ছে বলে জানা গেছে।