দেশজুড়ে

সেই মসজিদে আবার এসি চালুর নির্দেশ দিলেন ইউএনও

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামে মসজিদের এসি বন্ধের পর মুসল্লিদের তোপের মুখে আাবার চালুর নির্দেশ দিয়েছেন ইউএনও অনামিকা নজরুল।

বুধবার (৭ মে) দুপুরে মসজিদের বন্ধ রাখা ছয়টি এসি চালুর নির্দেশ দেন তিনি। এতে স্থানীয় মুসল্লিরা আনন্দ প্রকাশ করেছেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আলমগীর সিদ্দিকী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মসজিদের মুয়াজ্জিনকে এসি গুলো চালুর অনুমতি দিয়েছেন। আমি নিজেও তাকে বলেছি, এসিগুলো যেন নামাজের সময় অবশ্যই চালু রাখা হয়।

আরও পড়ুন

মসজিদের এসি বন্ধের নির্দেশ ইউএনওর, মুসল্লিদের বিক্ষোভ

এর আগে মঙ্গলবার (৬ মে) সকালে মসজিদে প্রায় ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এসি বন্ধের নির্দেশ দেন ইউএনও অনামিকা নজরুল। পরে স্থানীয় মুসল্লিরা আসর নামাজ শেষে তার বিরুদ্ধে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। একই সঙ্গে একদিনের মধ্যে মসজিদের এসি চালু না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা ঘোষণা দেন। পরে ‘মসজিদের এসি বন্ধের নির্দেশ ইউএনওর, মুসল্লিদের বিক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

এমএ মালেক/ইএ