আন্তর্জাতিক

বিভ্রান্তিমূলক খবর ছড়ালে অ্যাকশন নেওয়া হবে: মমতা ব্যানার্জী

বিভ্রান্তিমূলক খবর ছড়ালে অ্যাকশন নেওয়া হবে: মমতা ব্যানার্জী

যারা বিভ্রান্তিমূলক খবর ছড়াবেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ইউটিউব, ফেসবুক, চ্যানেলের একাংশ হোক অথবা ডিজিটালের একাংশ হোক অর্থাৎ যারাই বিভ্রান্তিমূলক খবর ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

পহেলগামের ঘটনার পর পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালায় ভারত। সেই অপারেশনের নাম দেওয়া হয় সিঁদুর। এরপরই পাকিস্তানও সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং কেউ যদি বিভ্রান্তিমূলক খবর ছড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়া সব সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করারও ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (৭ মে) রাতে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের কর্মীদের উদ্দেশে মমতা ব্যানার্জী বলেন, এ সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য, যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয়, কোনো প্ররোচনা না হয়, কোনো হিংসা না ছড়ায়, কোনো সন্ত্রাস না ছাড়ায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি।

Advertisement

বিভেদ ভুলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, বুধবার ৭ মে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে লাগোয়া রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

তবে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেই সম্পর্কে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা বলার বিষয় নয়। এই সময় কোনো বিভেদ যেন না হয়, সবাই আমরা দেশের পক্ষে।

পরিস্থিতির ওপর নজর রাখার জন্য পুলিশ-প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলেও জানান মমতা ব্যানার্জী। সরকারি ও বেসরকারি স্কুলগুলোর গরমের ছুটিও আগে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন মমতা ব্যানার্জী।

তিনি বলেন, এখন সব ছুটি বাতিল করা হয়েছে। সরকারি অনেক স্কুলে এই মুহূর্তে গরমের ছুটি দিয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরও বলেন, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি সেরকম কিছু ঘটে আমরা যদি জানতে পারি তাহলে মানুষকে জানিয়ে দেবো।

ডিডি/এমএসএম