দেশজুড়ে

রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর বহিষ্কার নিয়ে বিভ্রান্তি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. কাজী ফরহাদরের বহিষ্কার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমু গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, যুবলীগ নেতা কাজী ফরহাদকে দল থেকে বহিষ্কার করা হয়নি। একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে। আর এ নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।জানা গেছে, উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ইরান স্বাক্ষরিত কাজী ফরহাদকে বহিষ্কার আদেশের চিঠি গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে। তবে উপজেলা যুবলীগের সভাপতির দাবি, তিনি কোনো বহিষ্কার আদেশে স্বাক্ষর করেননি। এটি সম্পূর্ণ অপ-প্রচার। এনিয়ে দলীয় নেতাকর্মী ও ভোটাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।প্রসঙ্গত, গত ৪ জুন নোয়াগাঁওসহ রামগঞ্জের পাঁচ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ হোসেন রানা। এছাড়া ভোটের মাঠে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল পাটোয়ারীসহ আরো তিনজন রয়েছেন।কাজল কায়েস/এআরএ/এমএস