রাজধানীর মিরপুরে শ্যামল পল্লি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে আগুন।
শনিবার (১৮ মে) রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
এর আগে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের খবর আসে। সে সময় বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর মিরপুর-১৩ নম্বরে শ্যামল পল্লি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ৮টা ১০ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মিরপুর ফায়ার স্টেশনের ৩টি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ও পল্লবী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এখন পর্যন্ত আগুনের উৎস ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি এ কর্মকর্তা।
কেআর/এমএইচআর/জিকেএস