সুন্দরবনের চাদপাই রেঞ্জে আগুন দেয়ার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী থেকে র্যাব ৬ এর একটি দল মাছুম হাওলার ও ইব্রাহিম হাওলাদারকে আটক করে। তাদের বাড়ি শরনখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে। আটক দুই বনদস্যু শরণখোলা থানায় চলতি বছরের ১৯ এপ্রিল ও ১ মে তারিখে সুন্দরবনে পরিকল্পিতভাবে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।র্যাব ৬ এর কোম্পানী কামান্ডার লে. জাহিদ জানান, শরণখেলার উত্তর রাজাপুর গ্রামের জলিল হাওলাদারের ছেলে বনদস্যু মাছুম হাওলাদার ও একই এলাকার সোবাহান হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার বেনাপোলগামী বাসে করে ভারতে পালিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে র্যাব ৬ এর একটি দল ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে।উল্লেখ্য, সুন্দরবনের চাদপাই রেঞ্জে গত ২৭ মার্চ থেকে ২৭ মে পর্যন্ত চার বার আগুন লাগার ঘটনা ঘটে। বনে পরিকল্পিতভাবে আগুনের ঘটনায় চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকতা সুলতান মাহমুদ বাদী হয়ে শরণখোলা থানায় ৩টি মামলা দায়ের করেন।শওকত আলী বাবু/এফএ/এমএস