সমুদ্রযাপন শেষে আঁকতে গিয়ে
তোমাকে আঁকতে গিয়ে দেখি সমুদ্রে জ্যোৎস্নাজ্যোৎস্না হয়ে যায় তুমিতুমি হয়ে যায় পুরো সমুদ্রনোনতা-সুগন্ধ নিয়ে সমুদ্রমন্থন শেষেহয়ে যায় নীলাভ আকাশআকাশে ভাসে ঝাউবন, নীলজলনীলজল বলে হিংসা তুমি ফিরে যাওঝাউবন বলে, কাছে এসোআমাকে মন্থন করে শীতল হয়েবৈষম্যের বিভাজিকা ছিঁড়ে দাও।
****
যেখানে আকাশ শেষ হয়ে মেঘের শুরু
অরণ্যের খুব কাছাকাছি বেলাভূমিতেলো-ফ্রিকোয়েন্সি জ্যোৎস্নার মতো নিঃশব্দ গ্রাস করে সবকিছুআমার চোখ বহুদূরেযেখানে জল ও সূর্যের মিতালিযেখানে আকাশ শেষ হয়ে যায়শুরু হয় শুধুই মেঘ।
মেঘগুলো কেটে কেটে কাছে আসে নীল আকাশঘুরে দাঁড়ায় তুমুল বৃষ্টিরংধনুর নগ্ন উল্লাসঝাউবন ছবি আঁকে দূরের চোখে।
****
কেন একটি বন্যফুলকে নিয়ন্ত্রণ করতে যাবো
আমি কেন একটি বন্যফুলকে নিয়ন্ত্রণ করতে যাবো?সে তো জল-প্রতিরোধীসে তো বৃষ্টির জ্যাকেট—আনন্দদায়ী এবং আশ্রয়কারীবরং তাকে জাঁকিয়ে দেইসে তো তিমিরবিনাশী জোনাকির আলোসারা বাগানের আলোসে তো উচ্ছ্বাস, সে তো সৃষ্টিকারীসে তো বন্যফুল—সরু টানেলের মুখের আলোসে তো ক্রমশ আকাশচুম্বীঅযথা, আমি কেন ওই বন্যফুলকে নিয়ন্ত্রণ করতে যাবো!
এসইউ/জিকেএস