সাকিব আল হাসানকে একাদশে না রাখার কোনো কারণ নেই। কেননা টাইগার অলরাউন্ডার গতকাল বৃহস্পতিবার ইলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ১ ওভার বোলিং করে মাত্র ৪ রান খরচায় শিকার করেছিলেন ১ উইকেট।
যে কারণে আজ শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবকে একাদশে নিয়েই দল সাজিয়েছে লাহোর কালান্দার্স। এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
ইলিমিনেটরে না থাকলেও এই ম্যাচে একাদশে স্থান পেয়েছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। তবে লাহোরের জার্সিতে অভিষেক হতে অপেক্ষা বাড়লো মেহেদী হাসান মিরাজের।
লাহোর কালান্দার্স একাদশ
ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা, ভানুকা রাজাপাকসে, আসিফ আলী, সাকিব আল হাসান, শাহিন আফ্রিদি, হারিস রউফ, রিশাদ হোসেন, সালমান মির্জা।
ইসলামাবাদ ইউনাইটেড একাদশ
সাহেবজাদা ফারহান, রাসি ফন ডের ডুসেন, হায়দার আলি, আগা সালমান, শাদাব খান, জেমস নিশাম, ইমাদ ওয়াসিম, টাইমাল মিলস, নাসিম শাহ, মুহাম্মদ শাহজাদ, সালমান ইরশাদ।
এমএইচ/