রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনার পথে বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল।

শনিবার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনার উদ্দেশে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল রওনা হয়েছে। প্রতিনিধি দলটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে যাত্রা শুরু করে।

আরও পড়ুনকত দ্রুত নির্বাচন সম্ভব তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে

প্রতিনিধিদলে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

কেএইচ/এমএএইচ/জেআইএম