তিন ম্যাচ হাতে রেখে মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের আকর্ষণ বলতে ছিল রানার্সআপ হওয়া। ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী ও পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের রানার্সআপ হওয়ার সেই লড়াই নিষ্পত্তি হবে শেষ রাউন্ডে।
শনিবার আবাহনী ও কিংস দুই দলই নিজ নিজ ম্যাচ ড্র করেছে। আবাহনী ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের বিপক্ষে এবং বসুন্ধরা কিংস ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে।
হোমভেন্যু কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিড নিয়েও ধরে রাখতে পারেনি। ৬৪ মিনিটে নাইজেরিয়ার এমেকা ওগবুগের গোলে এগিয়ে যায় আবাহনী। ৭৪ মিনিটে স্যামুয়েল বোয়েটেংয়ের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। আবাহনী ড্র করে তাকিয়ে ছিল কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসির ম্যাচের দিকে। কিংস হেরে গেলে রানার্সআপ হওয়া নিশ্চিত হতো আবাহনীর। সেই সম্ভাবনা তৈরিও হয়েছিল।
৬৭ মিনিটে আবদুল্লাহর গোলে এগিয়ে যায় ফর্টিস। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ৮০ মিনিটে বদলি শেখ মোরসালিনের গোলে ম্যাচ ১-১ হয়। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে কিংস ও ফর্টিস।
১৭ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ৩২ ও কিংসের ২৯। শেষ রাউন্ডে ব্রাদার্সের বিপক্ষে ড্র করলেই রানার্সআপ হবে আবাহনী। আবার কিংস যদি ঢাকা ওয়ান্ডারার্সের কাছে হেরে যায় তাহলে পয়েন্ট না হলেও চলবে আবাহনীর।
যদি আবাহনী হেরে যায় ব্রাদার্সের কাছে এবং কিংস জিতে যায় ওয়ান্ডারার্সের বিপক্ষে তাহলে দুই দলের পয়েন্ট হবে ৩২। তখন গোল গড়ে এগিয়ে থেকে দ্বিতীয় হয়ে লিগ শেষ করবে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
আরআই/আইএইচএস/