বান্দরবানের লামায় পাথরবোঝাই একটি ট্রাক ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে এক শিশুসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় লামা-চকোরিয়া সড়কের মিরিঞ্জা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো কমল মনি (৬) ও মোক্তার হেসেন (৩৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি পাথরবোঝাই করে ইয়াংছা হতে চকোরিয়ার দিকে যাচ্ছিল। পথে মিরিঞ্জা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পরে। এতে দোকানের মধ্যে থাকা শিশু কমল মনি ঘটনাস্থলেই নিহত হয়।এঘটনায় আহত হন আরো তিনজন। তাদের উদ্ধার করে চকোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মোক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।লামা থানার উপপরিদর্শক (এসআই) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।সৈকত দাশ/বিএ