খেলাধুলা

ইলিমিনেটর ম্যাচের আগে মুম্বাই ছাড়লেন তিন বিদেশি

শেষ দল হিসেবে আইপিএলের চলতি আসরের প্লে-অফে জায়গা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যে কারণে তাদেরকে খেলতে হবে ইলিমিনেটর ম্যাচ। মানে, হারলেই বাদ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুম্বাই ছেড়েছেন তিন বিদেশি ক্রিকেটার- রায়ান রিকেলটন, করবিন বোশ ও উইল জ্যাকস।

জাতীয় দলের দায়িত্ব পালনের উদ্দেশ্যে ভারত ছেড়েছেন তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে রিকেলটন ও বোশ দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে যোগ দিচ্ছেন। আর উইল জ্যাকস ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে যোগ দিচ্ছেন, যা ২৯ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে।

তিন তারকা ক্রিকেটারের বিদায়ে আবেগঘন ভিডিও প্রকাশ করেছে মুম্বাই। যেখানে হেড কোচ মাহেলা জয়াবর্ধনে বিদায়ী খেলোয়াড়দের উদ্দেশে এক আবেগময় বক্তব্য দিয়েছেন।

Three stars, one heartfelt goodbye Ryan, Corbin & Will... shine now in international colours. Until we meet again #MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #PBKSvMI pic.twitter.com/xOMEBRTSID

— Mumbai Indians (@mipaltan) May 27, 2025

দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের উদ্দেশে বিদায়ী বার্তায় জয়াবর্ধনে বলেন, আমার, সাপোর্ট স্টাফ এবং পুরো দলের পক্ষ থেকে রায়ান ও বোশকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ভালো খেলো। তোমরা দারুণ অবদান রেখেছো। তোমাদের ছেড়ে যেতে দেখে খারাপ লাগছে। কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য রইলো অনেক শুভকামনা।

উইল জ্যাকসকে জয়াবর্ধনে বলেন, অনেকদিন পর জাতীয় দলে ডাক পেয়েছো, খুব গর্ব হচ্ছে। আগের মতোই মনোভাব রেখো। ভালো করো, আমরা তোমাকে মিস করব। ধন্যবাদ তোমাদের সবাইকে—তোমরা দুর্দান্ত ছিলে। একে অপরকে সাহায্য করার মানসিকতা ছিল চমৎকার। তাই শুভকামনা রইল।"

ইলিমিনেটরে মুম্বাইয়ের প্রতিপক্ষ দল এখনো নিশ্চিত হয়নি। আজ (মঙ্গলবার) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার লিগ পর্বের শেষ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করেই সেটি নির্ধারিত হবে।

রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে যদি বেঙ্গালুরু লখনৌকে হারায়, তাহলে পাঞ্জাব কিংসের সঙ্গে কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি হবে বেঙ্গালুরু। এ ক্ষেত্রে মুম্বাই এলিমিনেটর ম্যাচ খেলবে গুজরাট টাইটানসের বিপক্ষে।

আর যদি বেঙ্গালুরু হেরে যায়, তবে তাদের পয়েন্ট থাকবে ১৭ এবং টেবিলে তারা থাকবে গুজরাটের (১৮ পয়েন্ট) নিচে তৃতীয় স্থানে। এতে কোয়ালিফায়ার-১ এ পাঞ্জাব মুখোমুখি হবে গুজরাটের এবং এলিমিনেটরে মুম্বাই খেলবে বেঙ্গালুরুর বিপক্ষে।

এদিকে তিন বিদেশি খেলোয়াড় চলে যাওয়ায় মুম্বাইকে প্লে-অফের আগে স্কোয়াডে বড় পরিবর্তন আনতে হবে। নতুন কৌশল ও লাইনআপ নিয়েও ভাবতে হবে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের দলকে।

এমএইচ/এএসএম