দেশজুড়ে

সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার মুগুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান আয়েশা আক্তার। এসময় প্রচণ্ড শুরু হলে তিনি দ্রুত বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, গোসল শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আয়েশা আক্তার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম