পরকীয়ায় বাধা দেয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বৃদ্ধ কৃষককে তার স্ত্রী লোকজন দিয়ে খুন করিয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত আবু বক্কার সিদ্দিক (৭২) ছোট কোয়ালীবেড় গ্রামের মৃত আখেজ মন্ডলের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রামবাসী নিহতের ২য় স্ত্রী আছিয়া খাতুনকে (৩৫) আটক করে পুলিশে সোর্পদ করেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আবু বক্কার সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে হাওড়া কদমতলা মাঠের সামনে ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রামবাসী নিহতের ২য় স্ত্রী আছিয়া খাতুনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, ১ম স্ত্রী আবুবক্কার সিদ্দিককে ডিফোর্স দিয়ে চলে যাবার পর আছিয়া খাতুনকে ২য় বিয়ে করেন। বিয়ে হওয়ার পরই আছিয়া খাতুন বিভিন্নজনের সঙ্গে অবৈধ শারীরিক সর্ম্পকে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার কারণেই পরিকল্পিতভাবে ওই বৃদ্ধকে হত্যা করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক আছিয়া খাতুনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। বাদল ভৌমিক/ এমএএস/পিআর