ঈদুল আজহায় ঘুরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে আজ (৩ জুন) থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের সংশ্লিষ্টদের কোনো ডে-অফ থাকবে না।
Advertisement
বাংলাদেশ রেলওয়ের নেওয়া ঈদ যাত্রার কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন:ট্রেনে ফিরতি যাত্রা: ১৩ জুনের টিকিট বিক্রি শুরু
রেলওয়ের কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদের পরে যথারীতি ট্রেনগুলোর সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ট্রেনের রেক ব্যালেন্সের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঈদের দিন বিশেষ ব্যবস্থায় ‘মেইল এক্সপ্রেস’ ট্রেন চালানো হবে। ঈদে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে ৫ জোড়া (১০টি) ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৪ জুন থেকে এসব ট্রেন চলাচল শুরু হবে।
Advertisement
এতে আরও বলা হয়, সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকির মাধ্যমে ট্রেন অপারেশন পরিচালনা করা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন সিডিউল অক্ষুণ্ন রাখার স্বার্থে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রেল ব্রিজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিগনালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিনের নিবিড় পরিচর্যা ও পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনাস্থলে পাঠানোর জন্য রিলিফ ট্রেনগুলো সার্বক্ষণিক প্রস্তুত আছে।
এনএস/এসএনআর/জেআইএম