জাতীয়

রাজধানীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

রাজধানীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. খোকন শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভারের ঢালে সাদ্দাম মার্কেটের সামনে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে তারা ওই বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুননাটোরে থেমে থাকা পিকআপে অপর পিকআপের ধাক্কা, নিহত ২

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এসআই মো. রাজিব আরও জানান, স্থানীয়দের কাছে জানতে পেরেছেন বৃদ্ধ খোকন শেখ সাদ্দাম মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন।

নিহত খোকন শেখ জামালপুর সদর থানার মুরাদাবাদ এলাকার সৈয়দ আলীর সন্তান।

কাজী আল-আমিন/ইএ/জেআইএম

Advertisement