বন আর জঙ্গল হচ্ছে ফাঁকাদূষণ হচ্ছে সব,গাছের ডালে হয়না শোনাপাখির কলরব।
গন্ধে ভরা চারিদিকে যায়না নেয়া শ্বাস,মানুষ কাড়ে মানুষেরই বেঁচে থাকার আশ।
মানুষ শুধু গাছ কাট ভাইলাগায়না আর কেউ,বর্জ্যে ভরে নদীনালাবিষাক্ত হয় ঢেউ।
ময়লা ফেলে জায়গা ভরাটমশা-মাছির বাস,মানুষ করছে এই পৃথিবীরসকল সর্বনাশ।
কেএসকে/এমএস