দেশজুড়ে

শৈলকুপায় আ.লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন বর্জন

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তার আহমেদ মৃধা নির্বাচন বর্জন করেছেন।  শুক্রবার সকালে শৈলকুপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, স্বতন্ত্র প্রার্থীর হামলা-মামলায় নিজেকে নিরাপত্তাহীন ও ভোটের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করছেন। একই সঙ্গে অভিযোগ করছেন দলীয় প্রার্থী হলেও ঝিনাইদহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার নির্বাচনী কাজে সহযোগিতা করেনি।এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে আজ সকালে।আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস