রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে গরু বিক্রির ২৫ লাখ টাকা খোয়ালেন দুই ব্যবসায়ী। ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন- মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)।
বৃহস্পতিবার (৫ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত ২টার দিকে হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এছাড়া আনোয়ারকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
ঈদে নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদুল আজহায়ও গাজায় ইসরায়েলি হামলানূর ইসলাম নামের আরেক ব্যবসায়ী বলেন, জামালপুরের বকশীগঞ্জ থানার চরগাওয়াইয়া গ্রাম থেকে ২৮টি গরু নিয়ে ঢাকার তিব্বত গরুর হাটে আসি আমরা। এর মধ্যে কিছু গরু বিক্রি করে ২৫ লাখ টাকা ওই দুজনের কাছে ছিল। রাত সাড়ে ১২টার দিকে খাবার খেতে হাট থেকে বের হন তারা। বেশ কিছু সময় পর হওয়ার পর না ফিরলে আমরা তাদের খুঁজতে বের হই। পরে রাস্তার পাশে অচেতন অবস্থায় দুজনকে পাওয়া পাওয়া যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তেজগাঁওয়ে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসান নামের এক ব্যক্তির ২৫ লাখ টাকা খোয়ার অভিযোগ পেয়েছি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি।
কাজী আল-আমিন/কেএসআর/এমএস