জাতীয়

হাসিনার পরিবারের সদস্যদের নামে করা হয়েছিল হাজারের বেশি অবকাঠামো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের এক হাজারের বেশি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা, মা, ভাই-বোন ও আত্মীয়স্বজনের নামে প্রতিষ্ঠা করা হয়েছিল।

তিনি বলেন, এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ আরও বহু কিছু ছিল। এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন

এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টাপ্রবাসে নাগরিক সেবাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণ তিনি এ কথা বলেন।

এমইউ/এএমএ