পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৭ জুন) দুপুরে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা।
আরও পড়ুনজাতীয় নির্বাচনের জন্য এপ্রিল উপযোগী নয়: ফখরুলপ্রধান উপদেষ্টা রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেনএসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ/কেএসআর/জেআইএম